দ্বিতীয়বার মা হলেন ভারতী সিং

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৬

সংগৃহীত

হাসির মঞ্চ পেরিয়ে বাস্তব জীবনেও আনন্দের জোয়ার। ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী ভারতী সিং দ্বিতীয়বারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন। দীর্ঘদিন গোপন রাখা এই সুখবর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি ও তার স্বামী হর্ষ লিম্বাছিয়া।

ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাদা গাউনে ভারতী এবং সাদা শার্ট ও বাদামি ট্রাউজারে হর্ষ শিশুর জামা দড়িতে ঝুলিয়ে দিচ্ছেন। সেই জামায় ফুটে ওঠে একটি ছোট্ট ছেলেশিশুর অ্যানিমেশন। এরপর পর্দায় ভেসে ওঠে বার্তা—‘ইটস অ্যা বেবি বয়’।

মা হওয়ার অনুভূতি জানিয়ে ভারতী বলেন, “আমাদের ঘরে পুত্রসন্তান এসেছে। আমি মনে মনে কন্যাসন্তান চেয়েছিলাম, তবে ঈশ্বর যা দিয়েছেন, আমরা তা আনন্দের সঙ্গে গ্রহণ করেছি। আমাদের সন্তান সুস্থ আছে।”

তিনি আরও জানান, মাতৃত্বের অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বর্তমানে তার সমস্ত মনোযোগ জুড়ে রয়েছে নবজাতক সন্তান।

উল্লেখ্য, ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতী সিং ও হর্ষ লিম্বাছিয়া। তাদের প্রথম সন্তান ‘গোলা’ (লক্ষ্য) ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। এবার পরিবারে যুক্ত হলো আরও এক নতুন সদস্য। এই সুখবর ঘিরে ভারতী-হর্ষ দম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসাচ্ছেন ভক্তরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top