রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

জুয়ার অভিযোগে মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩০

সংগৃহীত

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরা-র বিরুদ্ধে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচারের মাধ্যমে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ উঠেছে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এই মামলার তদন্তে সাময়িক ক্রোক আদেশ জারি করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বাজেয়াপ্ত করা অর্থ ও সম্পত্তি ‘অপরাধলব্ধ আয়’ বা proceeds of crime এর সঙ্গে যুক্ত বলে ইডির ধারণা। মামলার কেন্দ্রে রয়েছে বেআইনি বেটিং প্ল্যাটফর্ম 1xBet, যার মাধ্যমে প্রায় হাজার কোটি রুপির লেনদেনের সম্ভাবনা রয়েছে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, অঙ্কুশ হাজরার ৪৭ লক্ষ টাকা এবং মিমি চক্রবর্তীর ৫৯ লক্ষ টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে এই ধরনের জুয়া কাণ্ডে বহু বলিউড, দক্ষিণী ও টলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। উল্লেখযোগ্য, ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না-র প্রায় ১১.১৪ কোটি রুপির সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল।

মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ, এবং এ ঘটনার পর টলিউড ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top