রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননা পাচ্ছেন মাইলি সাইরাস

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৪

সংগৃহীত

সংগীতের মঞ্চ থেকে এবার রুপালি পর্দায় রাজকীয় স্বীকৃতি—আরেকটি স্মরণীয় অধ্যায় যোগ করতে চলেছেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস। প্রখ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের বহুল আলোচিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’-এ গাওয়া আবেগঘন গান ‘ড্রিম অ্যাজ ওয়ান’-এর জন্য পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারে বিশেষ সম্মাননায় ভূষিত হচ্ছেন তিনি।

আয়োজক সূত্রে জানা গেছে, পাম স্প্রিংস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ২ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসবের উদ্বোধনী দিনে, ৩ জানুয়ারি, আনুষ্ঠানিকভাবে মাইলি সাইরাসের হাতে এই বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে।

‘ড্রিম অ্যাজ ওয়ান’ গানটির সহলেখক হিসেবেও যুক্ত ছিলেন মাইলি সাইরাস। তার সঙ্গে গানটি লিখেছেন অ্যান্ড্রু ওয়াট, মার্ক রনসন এবং সাইমন ফ্র্যাংলেন। নতুন অ্যাভাটার সিনেমায় প্যান্ডোরার জগতে গানটি এক গুরুত্বপূর্ণ আবেগঘন দৃশ্যের সঙ্গে ব্যবহৃত হয়েছে, যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে গভীর সাড়া ফেলেছে।

মাইলির এই অর্জন প্রসঙ্গে পাম স্প্রিংস চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান নাছাত্তার সিং চাঁদি বলেন,

“মাইলি সাইরাস এমন একজন শিল্পী, যিনি নিজের সৃজনশীলতায় স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন। ‘ড্রিম অ্যাজ ওয়ান’ বিশ্বজুড়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তাকে এই সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত।”

উল্লেখ্য, এর আগেও সাফল্যের শিখরে পৌঁছেছেন মাইলি সাইরাস। ২০২৪ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে ‘ফ্লাওয়ার্স’ গানটি পরিবেশনের জন্য তিনি সেরা পপ একক পারফরম্যান্সসহ বছরের সেরা রেকর্ড পুরস্কার জিতে নেন।

সংগীত ও সিনেমার মেলবন্ধনে মাইলি সাইরাসের এই নতুন অর্জন বিশ্ব বিনোদন অঙ্গনে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তাকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top