শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

আনা দে আরমাসের সঙ্গে বিচ্ছেদের পর নতুন প্রেম খুঁজছেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৪

সংগৃহীত

হলিউড তারকা টম ক্রুজ আবারও প্রেম খোঁজার জন্য প্রস্তুত। সম্প্রতি অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে নয় মাসের সম্পর্কের ইতি টানার পর তিনি নতুন সম্পর্কের সম্ভাবনা খুঁজছেন, এমন তথ্য দিয়েছেন ঘনিষ্ঠ সূত্রগুলো।

সূত্র জানায়, টম এবং আনার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে বড় কারণ ছিল টমের কথিত নিয়ন্ত্রণমূলক আচরণ এবং দুজনের বয়সের বড় ব্যবধান। বিচ্ছেদটি টমের জন্য কষ্টকর হলেও তার ঘনিষ্ঠরা বলছেন, তিনি দীর্ঘদিন মনখারাপ করে বসে থাকেন না। এক সূত্রের ভাষ্য, “আনার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ায় টম ভীষণ ভেঙে পড়েছিলেন, কিন্তু তিনি খুব বেশি দিন নিজের কষ্ট আঁকড়ে রাখবেন না।”

টম ক্রুজ নতুন ডেটিংয়ে সক্রিয়ভাবে আগ্রহী। ঘনিষ্ঠজনদের মতে, তিনি নতুন কারও সঙ্গে পরিচিত হতে প্রস্তুত এবং এ বিষয়ে উদ্যোগী। এক সূত্র জানিয়েছে, “তিনি পরিচয় করিয়ে দেওয়ার প্রস্তাবের জন্য উন্মুক্ত।”

এক ইনসাইডারের দাবি, টম আদর্শভাবে ব্রিটিশ উচ্চসমাজের কোনো নারীর সঙ্গে সম্পর্কে জড়াতে আগ্রহী। তবে হলিউডের বাইরের এমন সম্পর্ক গড়ে তোলা তার জন্য তুলনামূলকভাবে কঠিন হতে পারে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top