রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

পাকিস্তানি অভিনেত্রী যা বললেন সালমান খানকে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১৩:২৭

সংগৃহীত

বলিউড তারকাদের প্রতি পাকিস্তানি শিল্পীদের মুগ্ধতা নতুন কিছু নয়। এবার সেই তালিকায় নতুন করে যোগ দিলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সজল আলি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরি-তে তিনি শেয়ার করেছেন সালমান খানের একটি ফ্যান-মেড ভিডিও। ভিডিওটির সঙ্গে কোনো দীর্ঘ ক্যাপশন না দিয়ে সজল লিখেছেন, “আমার হৃদয়।” সালমানের প্রতি তার এই প্রকাশিত ভালোবাসা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন ভক্তরা।

সজল আলি কেবল পাকিস্তানের নয়, বলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘মম’-এ শ্রীদেবীর সৎ মেয়ের চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন।

বর্তমানে সজল তার ক্যারিয়ারের সেরা সময় পার করছেন। ২০২৫ সালে হামজা সোহেলের বিপরীতে অভিনীত নাটক ‘দিল ওয়ালি গলি মে’ দর্শক মহলে সাড়া ফেলেছিল। এছাড়া ২০২৬ সালে জনপ্রিয় চ্যানেল ‘হাম টিভি’-তে আসছে তার নতুন প্রজেক্ট ‘জানজেরিন’, যেখানে তার সঙ্গে থাকছেন আমির জিলানি ও দানিয়াল জাফরসহ আরও একঝাঁক তারকা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top