বিবাহিত নায়ক-নায়িকার আবেদন কমে:শাকিল খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:২২
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিল খান মনে করেন, সামগ্রিকভাবে বিবাহিত নায়ক-নায়িকার সিনেমায় দর্শকের আগ্রহ ও আবেদন কমে আসে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হয়ে ঢালিউডের বর্তমান বাস্তবতা, তারকাদের অবস্থান এবং দর্শকের রুচি নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।
১৯৯৪ সালে রূপালি পর্দায় যাত্রা শুরু করা শাকিল খান ১৯৯৭ সালে মুক্তি পাওয়া আমার ঘর আমার বেহেশত সিনেমার মাধ্যমে পরিচিতি পান। এরপর একের পর এক হিট ছবিতে অভিনয় করে নব্বই দশকের জনপ্রিয় নায়কদের তালিকায় জায়গা করে নেন তিনি। বর্তমানে সিনেমার বাইরে থাকলেও চলচ্চিত্র ও সমসাময়িক নানা বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে বক্তব্য দিয়ে থাকেন এই অভিনেতা।
অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে বিবাহিত নায়ক-নায়িকার সিনেমা চলা না-চলার প্রসঙ্গ উঠে আসে। এ সময় বর্তমান সময়ের সুপারস্টার শাকিব খান, অভিনেত্রী অপু বিশ্বাস ও বুবলিকে ঘিরে সোজাসাপটা মন্তব্য করেন শাকিল খান। তিনি বলেন, একসময় বিয়ে করলে নায়ক-নায়িকাদের ক্যারিয়ার কার্যত থেমে যেত। যদিও সময় বদলেছে এবং বিয়ে করেও সুপারস্টার হওয়া সম্ভব—শাকিব খান তার উদাহরণ। তবে এটিকে সার্বিকভাবে সমর্থন করেন না তিনি।
শাকিল খানের প্রশ্ন, “অনন্ত জলিল আর বর্ষার সিনেমা কি চলছে? শাকিব-বুবলির সিনেমা কি সত্যিকারের অর্থে চলে? বুবলির কিছু সিনেমা চললেও অপু বিশ্বাসের সিনেমা তো চলছে না। শেষ পর্যন্ত একমাত্র শাকিব খানের সিনেমাই চলছে।”
সিনেমার আবেদন প্রসঙ্গে তিনি বলেন, সিনেমা এক ধরনের স্বপ্নের জগৎ। দর্শক সিনেমা দেখে বাস্তবতা ভুলে যায়, প্রেমের দৃশ্যে হারিয়ে যায়, হিরো-হিরোইনের আবেগে নিজেকে মিশিয়ে নেয়। হিরো-হিরোইন যখন অবিবাহিত থাকেন, তখন দর্শকের কল্পনায় তাদের প্রতি আকর্ষণ বেশি কাজ করে। বাস্তব জীবনে বিয়ে হয়ে গেলে সেই মোহ অনেকটাই কমে যায়—এটাই বাস্তবতা।
তার মতে, ব্যতিক্রম থাকলেও সামগ্রিকভাবে বিবাহিত নায়ক-নায়িকার ক্ষেত্রে দর্শক পুরোপুরি চরিত্রের ভেতরে ঢুকতে পারেন না। ফলে সিনেমার প্রতি আগ্রহ ধীরে ধীরে হ্রাস পায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।