সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

সংগৃহীত

ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ও চরম ডানপন্থি নেতা ইতামার বেন-গভির ফিলিস্তিনি বন্দিদের জন্য ‘কুমির-ঘেরা কারাগার’ তৈরির প্রস্তাব দিয়েছেন। তার দাবি, এতে কোনো বন্দি পালানোর সাহসও পাবে না। খবরটি জানিয়েছে আনাদালু এজেন্সি, রোববার স্থানীয় চ্যানেল ১৩-এর বরাতে।

প্রস্তাবিত কারাগারের চারপাশে কুমির রাখা হবে, যাতে বন্দিদের পালানোর সুযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা যায়। বেন-গভির এই প্রস্তাব গত সপ্তাহে ইসরায়েলি কারাগার সার্ভিসের প্রধান কমিশনার কোবি ইয়াকোবিকে উপস্থাপন করেন। নতুন কারাগারটি দেশের উত্তরের হামাত গাদার এলাকায় স্থাপন করা হতে পারে, যা সিরিয়ার গোলান উচ্চভূমি ও জর্ডান সীমান্তের কাছাকাছি। ইতিমধ্যেই সেখানে একটি কুমিরের খামার ও চিড়িয়াখানা রয়েছে।

বেন-গভিরের এই প্রস্তাবের পাশাপাশি, ইসরায়েলি কনেসেটে তিনি একটি বিল অনুমোদনের চেষ্টা করছেন। বিলটি পাশ হলে, ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা বা অংশগ্রহণের অভিযোগে অভিযুক্ত ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে।

বর্তমানে ইসরায়েলের কারাগারে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যা শিশু ও নারী। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে, বন্দিদের বিরুদ্ধে নির্যাতন এবং চিকিৎসার অবহেলা বেড়েছে। বেন-গভিরের ‘কুমির-ঘেরা কারাগার’ প্রস্তাব আন্তর্জাতিকভাবে বিতর্ক সৃষ্টি করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top