নিজেকে শেষ করলেন অভিনেতা জেমস রেনসোন
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৪:০০
হলিউড অভিনেতা জেমস রেনসোন মারা গেছেন। ১৯ ডিসেম্বর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টির মেডিকেল পরীক্ষকের অফিসের রিপোর্ট অনুযায়ী, জেমস রেনসোন আত্মহত্যা করেছেন।
জেমস রেনসোনকে দর্শক বেশি চিনেছেন এইচবিও’র বিখ্যাত সিরিজ ‘দ্য ওয়ার’ এবং সিনেমা ‘সিনস্টার’ ও ‘ইট: চ্যাপ্টার ২’-এ তার অভিনয়ের জন্য। বিশেষ করে ‘দ্য ওয়ার’-এ তিনি জিগি সোবোটকার চরিত্রে আবেগপ্রবণ মাদক ব্যবসায়ী হিসেবে নজর কেড়েছিলেন। সিরিজটির দ্বিতীয় সিজনের ১২টি পর্বে তার পারফরম্যান্স দর্শক ও সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়েছে।
রেনসোন মেরিল্যান্ডের টাইসন শহরের বাল্টিমোর কাউন্টির কার্ভার সেন্টার ফর আর্টস অ্যান্ড টেকনোলজিতে থিয়েটারের পড়ালেখা সম্পন্ন করেন। পড়ালেখা শেষ করার কয়েক বছর পর তিনি টেলিভিশনে প্রবেশ করেন এবং ‘দ্য ব্ল্যাক ফোন’ সিনেমা ও এর সিক্যুয়েল ‘ব্ল্যাক ফোন ২’-এ অভিনয় করেন। এছাড়া তিনি ‘জেনারেশন কিল’, ‘ট্রোম’, ‘বশ’ এবং পিককের কমেডি ক্রাইম শো ‘পোকার ফেস’-এও দেখা গিয়েছে।
জেমস রেনসোনের সঙ্গে ‘দ্য ওয়ার’-এ অভিনয় করেছেন আরও অনেকে, যেমন ডমিনিক ওয়েস্ট, মাইকেল কেনেথ উইলিয়ামস, জন ডোম্যান, ইদ্রিস এলবা, উড হ্যারিস, ল্যান্স রেডডিক, ওয়েন্ডেল পিয়ার্স, ফ্র্যাঙ্কি ফেইসন ও লরেন্স গিলিয়ার্ড জুনিয়র।
জেমস রেনসোনের এই অকাল প্রয়াণ হলিউডের অনুরাগীদের মধ্যে শোকের ছায়া ফেলেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।