সোহেল খানের ৫৫তম জন্মদিনে নজর কাড়লেন সালমান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৫
বলিউডের সুপরিচিত পরিবার খানদের মধ্যে অন্যতম সদস্য, অভিনেতা সোহেল খান শনিবার ৫৫তম জন্মদিন উদযাপন করেছেন। মুম্বাইয়ের বান্দ্রার একটি অভিজাত রেস্টুরেন্টে এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল জমকালো পার্টি, যেখানে পরিবারের সকল সদস্য উপস্থিত ছিলেন। বিশেষভাবে নজর কেড়েছেন ভাইজান সালমান খান।
জন্মদিনের অনুষ্ঠানে সালমান খান কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই হাজির হন। নেভি ব্লু পোলো টি-শার্ট, কালো ডেনিম এবং বুটে তিনি তার চিরচেনা স্টাইল ও আবেদন দেখান। পাপারাজ্জিদের উদ্দেশ্যে হাত জোড় করে সালাম জানিয়ে তিনি ভেন্যুর ভিতরে প্রবেশ করেন।
সোহেল খানের বাবা সেলিম খান, মা সালমা খান, হেলেন এবং ভাই আরবাজ খান ও বোন অর্পিতা খান শর্মাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জন্মদিনের নায়ক নিজে পরেছিলেন স্টাইলিশ ডেনিম শার্ট ও ম্যাচিং প্যান্ট। অনুষ্ঠানের বাইরে তিনি হাত জোড় করে পাপারাজ্জিদের ছবি তোলার সুযোগ দেন, যা তার আন্তরিক আতিথেয়তার পরিচয় বহন করে।
বড় ভাই আরবাজ খান লাল টি-শার্ট ও সাদা প্যান্টে হাজির হলেও সবার নজর ছিল তার কবজিতে বাঁধা কাস্টের দিকে। ধারণা করা হচ্ছে সম্প্রতি তিনি কোনো আঘাত পেয়েছেন। গাড়ি থেকে নামার পর আরবাজ সাংবাদিকদের অনুরোধ করেন যেন তার সদ্যোজাত সন্তানের ছবি তোলা না হয়।
সোহেল খানের জন্মদিনের এ আয়োজন শুধু পরিবারের এক আনন্দঘন মুহূর্তই নয়, বরং বলিউডের প্রিয় খান পরিবারকে একসাথে দেখার সৌভাগ্যের উপলক্ষ হিসেবেও পরিণত হলো।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।