রাজপথে নামার ঘোষণা আজমেরী হক বাঁধনের
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫
আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এর আগে জুলাই গণআন্দোলনে ছাত্র-জনতার পাশে দাঁড়িয়ে সরব ভূমিকার কারণে আলোচনায় আসেন তিনি। সে সময় ‘দৃশ্যমাধ্যম শিল্পী সমাজ’-এর ব্যানারে একাধিক প্রতিবাদী কর্মসূচিতেও অংশ নিতে দেখা যায় এই অভিনেত্রীকে।
প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলার প্রতিবাদে আয়োজিত অবস্থান কর্মসূচিতে অংশ নেবেন বাঁধন। আজ মঙ্গলবার বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ রোডে আবাহনী মাঠসংলগ্ন ফুটপাথে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বাঁধনের পাশাপাশি দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে আরও শিল্পী ও সংস্কৃতিকর্মীরা এতে অংশ নেবেন।
এ বিষয়ে সোমবার নিজের ফেসবুক পোস্টে বাঁধন লেখেন, ‘এ সময়ে চুপ থাকা অপরাধ, এ সময়ে কথা বলাই প্রতিবাদ। প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ছায়ানট ও উদীচীর কার্যালয়ে সাম্প্রতিক হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভিন্ন ধর্মাবলম্বী, ভিন্ন জাতিগোষ্ঠী ও ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের ওপর আক্রমণ এবং আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনা ফ্যাসিবাদের স্পষ্ট আলামত।’
শিল্পী, সাহিত্যিক, চিন্তক ও সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যারা বাংলাদেশে বিশ্বাস করেন এবং সমতা, সহাবস্থান ও সহমুক্তির ভিত্তিতে দেশ গড়ার স্বপ্ন দেখেন—তাদের সবাইকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
এদিকে অভিনয়ের কাজেও ব্যস্ত সময় পার করছেন আজমেরী হক বাঁধন। তার অভিনীত ও রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত নতুন সিনেমা ‘মাস্টার’ ইউরোপের মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে। শিগগিরই তাকে নতুন সিনেমাতেও দেখা যাবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।