প্রিয় টেক ইউটিউবার স্যাম জোনের বিবাহ সম্পন্ন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৪
দেশের জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর স্যাম জোন বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে রাজধানীতে বিয়ে সম্পন্ন হয়েছে। বর্ষা নামে তার স্ত্রী।
বরিশালের সন্তান স্যাম বর্তমানে ঢাকাতে বসবাস করছেন। তিনি বাংলাদেশের এক পরিচিত টেক ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে খ্যাতি অর্জন করেছেন। স্যাম মূলত স্মার্টফোন, ল্যাপটপ, গ্যাজেট এবং অন্যান্য প্রযুক্তি পণ্যের রিভিউ, টিউটোরিয়াল এবং প্রযুক্তি বিষয়ক টিপস-ট্রিকস নিয়ে ভিডিও তৈরি করেন।
স্যামের ঝুলিতে রয়েছে "মারভেল অব টুমোরো" সহ বিভিন্ন প্রযুক্তি সম্পর্কিত পুরস্কার। দীর্ঘদিনের সম্পর্কের পর পারিবারিক আবহে আয়োজন করা এই বিবাহ অনুষ্ঠানে পরিবার ও নিকটজনরা উপস্থিত ছিলেন।
স্যাম জোনের ভক্তরা সামাজিক মাধ্যমে তার নতুন জীবন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।