সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে পরিবার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪০
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপির এক নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির জানালার গ্লাস ভেঙে গেলেও কেউ হতাহত হয়নি। তবে ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গভীর রাতে সাড়ে তিনটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল এলাকায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম প্রকাশের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুখোশধারী ছয়জনের একটি দল বাড়িতে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
মরহুম নুরুল ইসলামের ছোট ভাই ও ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নুর আলম জানান, বেশ কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভাইয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। তিনি বলেন, “হঠাৎ ককটেল বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। এতে পরিবার চরম আতঙ্কে রয়েছে।”
নুরুল ইসলামের ছেলে আবু সুফিয়ান শিবলু বলেন, মুখোশপরা ছয়জন একসঙ্গে এসে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দুইটি পেট্রোলবোমা রেখে চলে যায়। তবে জীবননাশের আশঙ্কায় তিনি কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তিনি আরও বলেন, ঘটনার পর তার মা ও পরিবারের অন্য সদস্যরা এতটাই আতঙ্কিত যে তারা ঘরে থাকতে চাইছেন না।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি ছোট কাচের বোতল উদ্ধার করেছে। সেগুলো থানায় এনে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানান তিনি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।