প্রেমের প্রস্তাব দেওয়ায় স্টাম্প দিয়ে পিটিয়েছিলেন নায়িকা ঐশী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:০৮
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী সম্প্রতি এক টিভি টক-শোতে নিজের স্কুলজীবনের একটি অবাক করা ঘটনার কথা প্রকাশ করেছেন।
ঐশী জানিয়েছেন, দশম শ্রেণিতে পড়ার সময় এক তরুণ তাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু রোমান্টিক কিছু হওয়ার বদলে তিনি সেই প্রস্তাবকারীর ওপর ক্রিকেট স্টাম্প দিয়ে আঘাত করেছিলেন। নায়িকা বলেন, “প্রেমের প্রস্তাব দেওয়ার প্যাটার্নের চেয়ে বড় কথা, প্রেমের প্রস্তাব দিয়েছিল এমন একজনকে আমি ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়েছিলাম।”
সাক্ষাৎকারে ঐশী জানান, তখন তিনি ছোট এবং বিষয়টি বোঝার মতো পরিপক্বতা তার ছিল না। ক্যামেরার সামনে তিনি সেই ‘হতভাগ্য’ তরুণের কাছে ক্ষমাও চেয়ে বলেন, “সরি, আমি তখন ইমম্যাচিউর ছিলাম। আই অ্যাম সরি। আমি এখন তাকে উদ্দেশ্য করেই বলছি।”
স্কুল জীবনের এই মজার এবং কিছুটা তেতো অভিজ্ঞতা শেয়ার করার সময় ঐশীকে ফুরফুরে মেজাজে দেখা যায়। বর্তমানে ঢাকাই চলচ্চিত্রে ব্যস্ত এই অভিনেত্রী নিয়মিত ছোট ও বড় পর্দায় সক্রিয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।