সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

কানাডার মঞ্চে নুসরাত ফারিয়ার ঝড়

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫:০৯

সংগৃহীত

বছরের শেষ প্রান্তে কানাডার ওটায়া শহরে এক জমকালো অনুষ্ঠানে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে নজর কাড়লেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। রোববার দুপুরে সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সাদা গ্ল্যামারাস ফ্রিল ড্রেস আর সাদা বুট পরে স্টেজে নাচছেন তিনি।

ফারিয়ার প্রাণবন্ত উপস্থিতি, আত্মবিশ্বাসী নাচ এবং ব্যাকগ্রাউন্ড ড্যান্সারদের সঙ্গে তাল মিলিয়ে স্টাইলিশ মুভ দর্শকদের মুহূর্তে মুগ্ধ করেছে। ভিডিওটি প্রকাশের পর ভক্ত-নেটিজেনদের মধ্যে প্রশংসা ও উচ্ছ্বাসের ঝড় ওঠে। কেউ বলেছেন, “অসাধারণ নেচেছেন আপু,” আবার কেউ মজার মন্তব্য করেছেন জায়েদ খানের সঙ্গে তুলনা করে।

নুসরাত ফারিয়া কানাডা সফরে নিয়মিত নিজের ঘোরাঘুরির ছবি ও মুহূর্ত শেয়ার করছেন। এর আগে ওটায়া থেকে শেয়ার করা অফ-শোল্ডার কালো গাউনের ছবি নিয়েও বেশ আলোচনা হয়েছিল। এই সফরে ফারিয়ার সঙ্গী হিসেবে আলোচিত ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকেও দেখা গেছে। তবে মঞ্চে নাচের ভাইরাল ভিডিওতে জায়েদকে দেখা না যাওয়ায় নেটিজেনদের মধ্যে কৌতূহলও তৈরি হয়েছে।

নেটিজেনরা এখন নুসরাত ফারিয়ার এই পারফরম্যান্স এবং তার স্টাইলিশ নাচ নিয়ে আলোচনায় মগ্ন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top