রুবিনার হাতে এবার বিগ বসের ট্রফি
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২১, ২১:১৪

অবশেষে বলিউড সুপারস্টার সালমান খান সঞ্চালিত ভারতের জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো বিগ বসের ১৪তম মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করা হলো। এবার ট্রফি উঠল রুবিনা দিলেকের হাতে! হ্যাঁ, রাহুল বৈদ্য, নিক্কি তামবলি, আলি গনি ও রাখি সায়ন্তকে হারিয়ে ট্রফি এখন রুবিনার হাতে।
বিগ বস জয়ের পর থেকে টিভি তারকা ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন রুবিনা দিলেক। অগ্রজ সিদ্ধার্থ শুক্লা ও হিনা খান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। টুইটারে রুবিনার বিজয় উদযাপন করেছেন তাঁরা। সুপারস্টার সালমান খান বিগ বসের এবারের মৌসুমের বিজয়ীর নাম ঘোষণা করেন। কিছুটা বিস্ময় ও অপেক্ষার পর রুবিনার যেন বিশ্বাস হয়, এই শোতে তাঁর যাত্রার সুন্দর সমাপন হলো।
অসংখ্য ভক্ত চেয়েছিলেন রুবিনাই এবার বিজয়ী হোক এবং সেটা সত্য হলো। সামাজিক যোগাযোগমাধ্যমে রুবিনাকে অভিনন্দন জানাচ্ছেন তাঁরা। এবার রাহুল বৈদ্য রানারআপ হয়েছেন। ইনস্টাগ্রামে সালমান খানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রুবিনা।
এন এফ৭১/ফামি/২০২১
বিষয়: বিগ বস ১৪ রুবিনা দিলেক
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।