“বিয়ের বিতর্ক ও ট্রোলের ধাক্কা, পরমব্রত বললেন কীভাবে সামলেছেন”
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৬:৪১
টালিউড অভিনেতা পরমব্রত চ্যাটার্জি অবশেষে বললেন, বিয়ে ও সম্পর্ককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে নোংরা আক্রমণ তিনি পেয়েছেন, তা মানসিকভাবে কতটা প্রভাব ফেলেছিল। পডকাস্টে তিনি জানান, “বিয়ের সময় সোশ্যাল মিডিয়ায় আমাকে ও পিয়াকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য হয়েছে, তা মোকাবিলায় আমি নিজেকে শক্ত করেছি। আমি বিয়ের সময় এই গণ্ডারের চামড়াটা তৈরি করেছি।”
পরমব্রত জানান, বিয়ের পর প্রথম কয়েকদিনে নেটিজেনদের আক্রমণ তাকে মোটামুটি ৪-৫ দিনের জন্য মানসিকভাবে বিপর্যস্ত করেছিল। তিনি বলেন, “মানুষ যে ধরনের কথা লিখতে পারে, আমি সেই ন্যায়বোধ বা নীতিবোধের মধ্যে দিয়ে বড় হইনি। ফলে সাংঘাতিক ধাক্কা লেগেছিল।”
এই অভিজ্ঞতার পর অভিনেতার সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের দৃষ্টিভঙ্গি বদলে গেছে। তিনি বলেন, “আমি সমাজ বা রাজনীতি নিয়ে ব্যক্তিগত মতামত শেয়ার করি না। যদি লিখি, কমেন্ট অফ করে দেব আর দেখবই না।”
অতীতের প্রেক্ষাপটে, ২০১৫ সালে গায়ক অনুপম রায়ের সঙ্গে পিয়া চক্রবর্তীর বিয়ে হয়। ২০২১ সালে তাদের বিচ্ছেদের পর পরমব্রতের সঙ্গে পিয়ার সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২৩ সালের নভেম্বর মাসে তারা আইনিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরমব্রত অনুপমের বন্ধু হওয়ায় বিষয়টি নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।