শ্রদ্ধা কাপুরের মজাদার জবাবে ভাইরাল ভক্তদের প্রশ্ন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৪৮
বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মানেই সোশ্যাল মিডিয়ায় কৌতূহল ও গুঞ্জনের কেন্দ্রবিন্দু। এবার এক ভক্তের বিয়ে সংক্রান্ত প্রশ্নে তার মজার জবাব ভাইরাল হয়ে গেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) শ্রদ্ধা ইনস্টাগ্রামে তার গয়নার ব্র্যান্ড পালমোনাস-এর একটি প্রোমোশনাল ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি বলেন, ভালোবাসা দিবসের সময় অনেক সম্পর্ক ভেঙে যায়। এরপর মজার ছলে যোগ করেন, প্রেমের মৌসুমে একা থাকতে না চাইলে মানুষ চাইলে তাদের গিফট বক্স কিনতে পারে।
ভিডিওর কমেন্ট সেকশনে একজন ভক্ত শ্রদ্ধাকে জিজ্ঞেস করেন, ‘শাদি কবে করবেন @shraddhakapoor ji?’
এর উত্তরে শ্রদ্ধা হাস্যরসের সঙ্গে লিখেছেন, ‘ম্যায় করুঙ্গি, ইউ বিবাহ করুঙ্গি (আমি বিয়ে করবই)।’
শ্রদ্ধার এই সরল ও মজার জবাব মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ভক্তরা উত্তেজনা প্রকাশ করতে ছাড়েননি—একজন লিখেছেন, ‘@shraddhakapoor আমার সঙ্গে বিয়ে করে নাও’, আরেকজন লিখেছেন, ‘ম্যাডাম, কিন্তু কবে বিয়ে করবেন?’
শ্রদ্ধা কাপুরের এই অনবদ্য কমেন্ট সোশ্যাল মিডিয়ায় আবারও তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।