বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

মৃদ শীতেও সুইমিংপুলে জলকেলি, ভক্তদের মুগ্ধ করলেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৬:৪৩

সংগৃহীত

সারা দেশে তীব্র শীতের প্রভাব থাকলেও মডেল ও অভিনেত্রী সাদিয়া আয়মান এই হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে সুইমিংপুলে নিজেকে ছুঁড়ে দিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, সি ভিউ হোটেলের সুইমিংপুলে গোলাপি টি শার্টে উচ্ছল ভঙ্গিতে মজা করছেন তিনি। ছবির ক্যাপশনে লিখেছেন, “আমার হৃদয় এই শীতের চেয়েও ঠান্ডা!”

ছোট পর্দা থেকে সিনেমা পর্যন্ত সাদিয়ার অভিনয়গুণের পাশাপাশি ফ্যাশন ও রূপের জন্যও ভক্তদের মন জয় করেছেন। সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি শেয়ার করে তিনি ভক্তদের সঙ্গে নিজের নানা মুহূর্ত ভাগ করেন।

এই জলকেলির ছবি প্রকাশের পর ভক্তরা নানা রকম প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ মজা করে লিখেছেন, “তোমার রূপে শীত পালিয়েছে!”, আবার কেউ প্রশ্ন তুলেছেন, “এটা গরমের সময়ের ছবি না তো?”

এর আগে সাদিয়া ব্রাইডাল ফটোশুটে লাল বেনারসিতে রাজকীয় সাজে নজর কাড়েন। অভিনয় ক্ষেত্রে তিনি ‘উৎসব’ সিনেমায় প্রশংসিত হয়েছেন, যা ২০২৫-এর ঈদুল আজহায় মুক্তি পায়। এছাড়াও গত বছর মুক্তি পাওয়া নাটকগুলো—‘দেরি করে আসবেন’, ‘খুঁজি তোকে’, ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’ ও ‘প্লিজ গো’—তেও তার অভিনয় প্রশংসিত হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top