“কল্পকাহিনী কি বাস্তব হল? ‘জ্যাক রায়ান’-এর দৃশ্য ও ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনার মিল”
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৪৯
কখনো কখনো কল্পকাহিনী বাস্তবকেও ছাপিয়ে যায়—ঠিক এমনই এক চমকপ্রদ মিল দেখা গেছে জনপ্রিয় ওয়েব সিরিজ ‘জ্যাক রায়ান’–কে ঘিরে। ২০১৯ সালে অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া সিরিজের দ্বিতীয় সিজনের একটি দৃশ্য নতুন করে আলোচনায় এসেছে, যা পিপল ম্যাগাজিনেও উঠে এসেছে।
সিরিজের ওই দৃশ্যে জন ক্রাসিনস্কির অভিনীত চরিত্র জ্যাক রায়ান সিআইএর কর্মকর্তাদের কাছে প্রশ্ন তোলেন, “বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় হুমকি কোন দেশ?” জবাবে প্রথমে রাশিয়া এবং পরে চীনকে উল্লেখ করা হয়। এরপর জ্যাক রায়ান বলেন, “ভেনেজুয়েলার কথা কি কেউ ভেবেছে?”—তিনি সতর্ক করেন, বিপুল তেল, স্বর্ণ ও খনিজ সম্পদ থাকা সত্ত্বেও দেশটি একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে পারে, যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
চমকপ্রদ মিল ঘটেছে বাস্তব ঘটনার সঙ্গে। চলতি বছরের ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেন। অভিযানের পর ট্রাম্পের বক্তব্য, “এখন থেকে আমেরিকা ভেনেজুয়েলাকে চালাবে”—সিরিজের দৃশ্যের সঙ্গে আশ্চর্যজনকভাবে সাদৃশ্য রাখছে।
সিরিজটির সহ-নির্মাতা কার্লটন কিউস বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক থ্রিলার তৈরি করা, ভবিষ্যৎবাণী করা নয়। তবে বাস্তব ভূ-রাজনীতি অনেক সময় কল্পনাকেও ছাড়িয়ে যায়।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।