টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবিন চৌধুরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৩:৩৪
ঢাকার আদালত সোমবার (১২ জানুয়ারি) অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীকে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকির মামলায় অব্যাহতি দিয়েছেন।
ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি নিয়ে এই আদেশ দেন। ধার্য তারিখ অনুযায়ী আদালতে জবাব দাখিলের জন্য এদিন উপস্থিত হন মেহজাবীন ও আলিশান।
শুনানি শুরুতে আদালত মামলার বাদীর নাম একাধিকবার ডাকলেও তিনি উপস্থিত ছিলেন না। পরে মেহজাবীনের আইনজীবী শুনানি শুরু করলে বাদী উপস্থিত হন। শুনানি শেষে আদালত উভয়কে মামলাটি থেকে অব্যাহতি দেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।