রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

কঠিন সময় পার করছেন তাহসান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬, ১৩:৪১

সংগৃহীত

সংগীতশিল্পী তাহসান খান ব্যক্তিগত জীবনের এক কঠিন সময়ে রয়েছেন। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে আলাদা থাকার খবর নিশ্চিত করার পাশাপাশি তিনি নিজের বর্তমান অবস্থার কথাও জানিয়েছেন।

সংবাদ মাধ্যমে তিনি জানান, বর্তমানে একা একা দেশ-বিদেশে ভ্রমণ করছেন। সময় কাটাচ্ছেন বই পড়ে আর ঘুরে বেড়িয়ে। তাহসান বলেন, “এই সময়ে বইই আমার সবচেয়ে বড় সঙ্গী।” তবে তিনি আরও জানিয়েছেন, শুধু মানসিকভাবেই নয়, শারীরিকভাবেও বেশ কিছুদিন ধরে অসুস্থ বোধ করছেন। নিজের অসুস্থতার কারণ এখন প্রকাশ্যে বলতে চান না তিনি। তাই ফোনের বদলে হোয়াটসঅ্যাপে লিখে প্রশ্নের উত্তর দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।

তিনি সবার কাছে দোয়া চেয়েছেন, “দোয়া করবেন যেন আমি এই কঠিন সময়টা দ্রুত পার করতে পারি।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top