মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

আলিয়াকে কটাক্ষ করা মন্তব্যে অনন্যার সমর্থন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৬, ১৩:১৪

সংগৃহীত

বলিউডে নায়িকাদের সম্পর্ক সবসময় মসৃণ নয়—এবার সেই তালিকায় নতুন করে নাম এল অনন্যা পান্ডে এর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে, যেখানে নেটিজেনরা আলিয়া ভাটকে ‘সুযোগসন্ধানী’ হিসেবে উল্লেখ করেছেন। ওই পোস্টে লাইক দিয়েছেন অনন্যা নিজেও।

বিতর্কের সূত্রপাত আলিয়ার সেই পোস্ট থেকে, যেখানে তিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হক’ এ ইয়ামি গৌতম কে প্রশংসা করেছেন এবং নিজেকে তার ফ্যান বলে উল্লেখ করেছেন। নেটাগরিকদের একাংশ ধারণা করছেন, আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় কাজ পাওয়ার উদ্দেশ্যেই আলিয়া প্রশংসা করেছেন ইয়ামিকে।

উল্লেখ্য, অতীতে ফিল্মফেয়ার ওটিটি অনুষ্ঠানে আলিয়ার সঙ্গে অনন্যার সম্পর্ক তিক্ত হয়ে গিয়েছিল। সেই কারণে নেটিজেনরা ধারণা করছেন, অনন্যা পোস্টে লাইক দিয়ে হয়তো আলিয়াকে ছোট করার ইঙ্গিত দিয়েছেন।

বলিউডের এই নতুন বিতর্কের ধূসর ছায়া সোশ্যাল মিডিয়ায় দুই নায়িকার সম্পর্ককে ঘিরে আগুন জ্বালিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top