মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

জয়া আহসানের নতুন রূপে মুগ্ধ ভক্তরা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জানুয়ারী ২০২৬, ১৪:১০

সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান আবারও অনন্য এক অধ্যায় লিখলেন। তার অভিনয় প্রতিভা ও মায়াবী সৌন্দর্যের মেলবন্ধনকে আরও ফুটিয়ে তোলার সাম্প্রতিক ছবি ইনস্টাগ্রামে প্রকাশ হতেই মুহূর্তে ছড়িয়ে পড়েছে আলোড়ন।

ছবিগুলোতে দেখা যায় জয়াকে একেবারে ভিন্ন লুকে—নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে লাস্যময়ী প্রতিভায় ঝলমল করছেন তিনি। ভারী গয়না, নাকে বড় নথ ও কপালে টিকলির সমন্বয় তার আভিজাত্যকে আরও বাড়িয়েছে। ব্যাকগ্রাউন্ডে পুরাতন স্থাপত্যকে রেখে নানা ভঙ্গিতে পোজ দিয়েছেন জয়া, যা প্রকাশ হতেই সোশ্যাল মিডিয়ায় মুগ্ধতার ঢেউ তুলেছে।

ভক্তরা মন্তব্য করছেন, সময় পাল্টালেও জয়ার আবেদন ও অনুভূতিগুলো অটুট। তবে কেউ কেউ ছবিতে তার বয়সের ছাপও খেয়াল করেছেন।

এদিকে পর্দায় জয়াকে দেখার অপেক্ষা ভক্তদের মধ্যে তুঙ্গে। জয়া অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘ওসিডি’ মুক্তি পাচ্ছে আগামী ৬ ফেব্রুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গের নির্মাতা সৌকর্য ঘোষালের এই সিনেমায় জয়া একজন চিকিৎসক ‘শ্বেতা’ চরিত্রে অভিনয় করেছেন। ট্রমা ও সামাজিক সংগ্রামের জটিল গল্প নিয়ে নির্মিত এই সিনেমা নিয়ে দুই বাংলার দর্শকদের মধ্যে আগ্রহ দিন দিন বাড়ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top