শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

আব্বা কথা বলেছে: কাজী মারুফ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ মার্চ ২০২১, ২০:০২

ছবি:  সংগৃহীত

করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় (১৬ মার্চ) হাসপাতালে ভর্তি করা হয়েছে নির্মাতা ও অভিনেতা কাজী হায়াতকে।  শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় রোববার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে আইসিইউতে নেয়া হয়েছে তাকে।  

ছেলে কাজী মারুফ বলেন, ‘এখনো আব্বা আইসিউতে আছেন। উনার অক্সিজেন রিকয়ারমেন্ট কমছে। ২০ লিটার থেকে কমে ১০ লিটারে এসেছে। জিনিসটা ভালোর দিকে। দোয়া করবেন যেন এটা কন্টিনিউ করে। ডাক্তার বলেছে, অক্সিজেন রিকয়ারমেন্ট কমা ভালো আর স্যাচুরেশন লেভেল বাড়া ভালো। উনার সেচুরেশন এখন আছে ৯৬ শতাংশ।’

কাজী হায়াতের সবশেষ অবস্থা জানতে চাইলে মারুফ বলেন, ‘হি ক্যান টক। আমি এখন হাসপাতালেই আছি। উনার সঙ্গে কথা বলেছি। আব্বা কথা বলেছে, স্যুপ খেয়েছে। আমি নিজ হাতে উনাকে খাইয়েছি।’এর আগে ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ। ৬ মার্চ করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর চিকিৎসকদের পরামর্শে বাসায় তার চিকিৎসা চলছিল। বাবার অসুস্থতার খবর পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন কাজী মারুফ। বাবার জন্য দোয়া চেয়েছেন এ চিত্রনায়ক। ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ। সহকারী পরিচালক হিসেবে ১৯৭৪ সালে ক্যারিয়ার শুরু করেন। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে ‘দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে। কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’। ২০২০ সালে মুক্তি পেয়েছিল এটি।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top