সাদিক কায়েমের দুঃখ প্রকাশ, রিজভীর অবস্থান সংশোধনের প্রশংসা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার ও দুঃখ প্রকাশ করায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রশংসা করেছেন সাদিক কায়েম। একইসঙ্গে তিনিও নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান ডাকসু ভিপি সাদিক কায়েম।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “এআই জেনারেটেড ছবি ও ভুয়া ফটোকার্ড দ্বারা বিভ্রান্ত হয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহারের মাধ্যমে রুহুল কবির রিজভী ভাই রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে নতুন মাত্রা যোগ করেছেন। ব্যক্তিগতভাবে আমি এই পদক্ষেপকে সম্মান ও সাধুবাদ জানাই।”
তিনি আরও লেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতভেদ ও বিতর্ক থাকবেই। তবে ভুয়া তথ্য, এআই জেনারেটেড ছবি কিংবা যাচাইবিহীন বক্তব্য দিয়ে কাউকে কোনো ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলা কখনোই কাম্য নয়। এ জায়গায় রিজভী ভাইয়ের অবস্থান সংশোধন ও দুঃখ প্রকাশ একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।
সাদিক কায়েম বলেন, “বাংলাদেশপন্থার রাজনীতিতে আমাদের কমন শত্রু হলো আধিপত্যবাদী শক্তি, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসররা। তাদের বিষয়ে সজাগ থেকে নিজ নিজ মত-পথ ও দলের রাজনীতি করে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ।”
এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় দেওয়া তার আগের একটি ফেসবুক পোস্টে শব্দচয়ন নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, সে জন্য তিনি দুঃখিত।
তিনি বলেন, অনেকেই এ বিষয়ে গঠনমূলক সমালোচনা ও মূল্যবান পরামর্শ দিয়েছেন। এজন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।