স্বতন্ত্র প্রার্থী হিরো আলম, নিরাপত্তার জন্য আবেদন করবেন গানম্যান চেয়ে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
হিরো আলম জানিয়েছেন, এই পরিস্থিতিতে তার ও পরিবারের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। তাই তিনি প্রধান উপদেষ্টার কাছে একজন নিরাপত্তাকর্মী (গানম্যান) চেয়ে আবেদন করবেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।
গত মাসে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন হিরো আলম। যদিও কোন দলের প্রতীকে তিনি প্রার্থী হবেন তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ার পরিকল্পনা করছেন। এছাড়া তাকে চারটি দল থেকেও প্রার্থী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। হিরো আলম জানিয়েছেন, ওই চারটি দল হলো: গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি এবং বাংলাদেশ শ্রমজীবী পার্টি।
হিরো আলম বলেন, “দল যেটিই হোক, আমার মূল লক্ষ্য জনগণের জন্য কাজ করা। আমাকে যে দলই নিক, আমি যেন মানুষের পাশে থাকতে পারি, সেটাই মূখ্য।”
তিনি জানান, ঢাকা ও বগুড়া থেকে দুটি আসনে নির্বাচনে লড়ার পরিকল্পনা করছেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা, সাহসী অবস্থান ও নিয়মিত প্রচারণা তাকে বারবার আলোচনায় এনে দিয়েছে। এবার দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়ালে এটি তার রাজনৈতিক যাত্রার নতুন অধ্যায় হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।