মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

দেশে করোনা পরিস্থিতি

করোনায় দেশে আরও ১৫৯ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ আগষ্ট ২০২১, ০২:৩৭

করোনায় দেশে আরও ১৫৯ মৃত্যু

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ১৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৭৮ জনে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৬ হাজার ৫৬৬ জনের শরীরে। মোট শনাক্তের সংখ্যা ১৪ লাখ ৪৭ হাজার ২১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে শনাক্তের প্রায় দ্বিগুণ করোনা করোনা থেকে সুস্থ হয়েছেন। এদিন ১০ হাজার ১৫৩ জন করোনা থেকে সুস্থ হন। মোট সুস্থ রোগীর সংখ্যা ১৩ লাখ ৩৭ হাজার ১৮১ জন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এনএফ৭১/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top