দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়াল ১৪ হাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫০

দেশে দেঙ্গু রোদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়াল ১৪ হাজার  গীর সংখ্যা ছাড়াল ১৪ হাজার

দেশে বেড়েই চলেছে ডেঙ্গু রোগের ভয়াবহতা। এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছাড়াল ১৪ হাজার। ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে আরও ৩২১ জন । আক্রান্ত ২৪৬ জনই রাজধানীর। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭৫ জন রোগী।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪ হাজার ২২১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছে ১২ হাজার ৮৯৬ জন। দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরও জানানো হয়েছে, চলতি মাসেই ৩ হাজার ৮৬৫ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ২৭১ জন। এর মধ্যে ৪১ টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রোগী আছেন ১ হাজার ৮০ জন। অন্যান্য বিভাগে ১৯১ জন ভর্তি আছেন।

এনএফ৭১/এমএ/এনজেএ/২০২১



বিষয়: ডেঙ্গু


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top