শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

মামলাজট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন: প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২১, ০৪:২৬

মামলাজট নিরসনে বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন: প্রধান বিচারপতি

মামলাজট নিরসনে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। বুধবার (১৫ ডিসেম্বর) আপিল বিভাগের এজলাস কক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন প্রধান বিচারপতি।

সৈয়দ মাহমুদ হোসেন বলেন, রাষ্ট্রের তিনটি অঙ্গ- আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কই দেশে গণতন্ত্র বিকশিত করে। তাই মামলাজট নিরসনে আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচারক সংখ্যা দ্বিগুণ করা প্রয়োজন। এমনকি মামলার বিরাট জট কমাতে সর্বোচ্চ স্তরের বিচারকদের আরও পরিশ্রম করার অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী ৩১ ডিসেম্বর। তবে ১৬–১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি। আর ১৯ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের অবকাশ শুরু। তাই আজই (১৫ ডিসেম্বর) শেষ কর্মদিবস বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top