ধ্বংস নয়, প্রতিশোধ-প্রতিহিংসা নয়: খালেদা জিয়া
রায়হান রাজীব | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৪, ১৯:৩৬

নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সমাবেশে ভাষণ দিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ বিকেল সাড়ে চারটার পর ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ভাষণ দেন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপার্সন বলেছেন, দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাসী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। বীর সন্তানরা যারা মরনপণ সংগ্রাম করে অসম্ভবকে সম্ভব করেছে শতশত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।
তরুণরা যে স্বপ্ন নিয়ে আন্দোলন করেছে। সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, প্রতিহিংসা নয় শান্তি আর ভালবাসার বাংলাদেশ গড়ে তুলতে হবে।
সমাবেশে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র উত্তরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা ঠেকাতে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। যে ধর্মেরই হোক, যে বিশ্বাসেরই হোক তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।
বিপ্লবের লক্ষ্য হিসেবে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে উল্লেখ্য করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতি মুক্ত, জবাবদিহিমূলক বাংলাদেশ করতে হবে।
সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিজয় ছাত্রদের, এ বিজয় আপনাদের সকলের। যে বিজয় অর্জন হয়েছে সে বিজয় ধরে রাখতে হবে। লুটপাট করছে দুর্বৃত্তরা। সবাই সজাগ থাকুন এ বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। অন্তর্বতী সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেন, আমরা সব ধরনের সহযোগিতা করবো।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।