মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

নিষিদ্ধ আ. লীগের সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার, লুকিয়ে ছিলেন কোথায়?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৩:৩৪

ছবি: সংগৃহীত

সংগীত ও রাজনীতি—দুই জগতেই নিজস্ব অবস্থান গড়ে তুলেছিলেন মমতাজ বেগম। তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গ্রামীণ শ্রোতাদের কাছে জনপ্রিয়তাও ছিল ঈর্ষণীয়। জুলাই-আগস্ট আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে ছিলেন আওয়ামী লীগের সাংসদ। রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও নিখোঁজ ছিলেন সঙ্গীত শিল্পী। ১৬ জুলাইয়ের পর তাঁর ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না, যেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু পোস্ট করতেন।

‘নিখোঁজ’ হওয়ার ঠিক ৮৮ দিন পর ১৩ অক্টোবর রাতের ঘটনা। একটি গানের ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসেন তিনি। ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত হন নেটিজেনদের অনেকে।

গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা। ‘আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি, পরান বান্ধিবি কেমনে’—এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি ‘সাংকেতিক বার্তা’ হিসেবে। কেউ মনে করেন, এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা।

কিন্তু সোমবার রাত পৌনে ১২টার ঘটনায় যেন হিসাব বদলে গেল। রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয় মমতাজকে। গোয়েন্দা পুলিশ জানিয়েছে, মমতাজের বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা রয়েছে। তবে এ ঘটনার পর সংগীতাঙ্গনের কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

 

 

 

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top