বিদেশে রাষ্ট্রপতির ছবি সরানো, কারণ এখনো স্পষ্ট নয়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫, ১৩:৪৬

ছবি: সংগৃহীত

বাংলাদেশে সরকারি দপ্তর থেকে রাষ্ট্রপ্রধানের ছবি সরানো নিয়ে চলছে তুমুল আলোচনা। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার জানিয়েছেন—রাষ্ট্রপ্রধানের ছবি সরানোর কোনো লিখিত নির্দেশনা কোনো দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকার শুরু থেকেই জিরো পোট্রেট নীতি অনুসরণ করছে, তবে কেউ কেউ নিজ দায়িত্বে ছবি ব্যবহার করেছিল।

অন্যদিকে, বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটগুলোতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশ পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই বিভিন্ন মিশনে ছবি নামানো হয়।

তবে কেন এই নির্দেশনা দেওয়া হলো—তা এখনো স্পষ্ট করে জানায়নি সরকার। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি কর্মকর্তাদের। এ নিয়ে রাজনৈতিক মহল বলছে—ছোটখাটো বিষয়কেও এখন বড় করে তোলা হচ্ছে নির্বাচনের আগে কাটতি ধরে রাখার কৌশল হিসেবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top