ভয়ঙ্কর অগ্নিকাণ্ড নারায়ণগঞ্জে: এক পরিবারের ৯ জন দগ্ধ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ আগষ্ট ২০২৫, ১৮:৫১

গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৩টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণের ঘটনা ঘটে। মুড়ির ফ্যাক্টরির গলিতে একই পরিবারের ৯ জন দগ্ধ হন।
প্রাথমিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। পরে সকলকে ঢাকা মেডিকেলের বার্ন ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। দগ্ধরা হলেন হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩) ও তহুরা (৬৫)।
প্রত্যক্ষদর্শী শরিফ জানান, বিকট শব্দের পর হাসান দৌড়ে বাইরে এসে সাহায্য চেয়েছিলেন। স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণ ঘটেছে। বিস্তারিত কারণ তদন্ত শেষে জানা যাবে। এই ঘটনায় নারায়ণগঞ্জে স্থানীয়রা আতঙ্কিত, এবং দগ্ধদের দ্রুত সেরে ওঠার জন্য প্রার্থনা করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।