বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই, দেশ শোকাহত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২৪

না ফেরার দেশে চলে গেলেন লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর। রবিবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গত ২২ জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন উমর। কয়েকদিন আগে বাসায় ফিরলেও আবার শারীরিক অবস্থার অবনতি হয়।
১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের খ্যাতনামা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতিবিদ।
ষাটের দশকে জাতীয়তাবাদী আন্দোলন, ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার সাংস্কৃতিক ভিত্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে— সাম্প্রদায়িকতা (১৯৬৬), সংস্কৃতির সংকট (১৯৬৭) এবং সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৯) আজও প্রভাবশালী গ্রন্থ হিসেবে বিবেচিত। চাকরি নয়, সংগ্রাম আর চিন্তার স্বাধীনতাকেই তিনি বেছে নিয়েছিলেন সারাজীবন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।