মুজিব-হাসিনা সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০১

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনাবিদ্বেষী ছিলেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় তিনি এই সাক্ষ্য দেন।
মাহমুদুর রহমান বলেন— পিলখানায় সেনা হত্যার পর শেখ হাসিনা বিচার বিভাগের নিয়ন্ত্রণ নেন, খালেদা জিয়াকে উচ্ছেদ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের উদ্যোগ নেন।
তিনি এ মামলার ৪৬তম সাক্ষী। একই দিনে সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামেরও।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে এই সাক্ষ্যগ্রহণ হয়। এর আগে ১৪তম দিনের শুনানিতে মোট ৪৫ জন সাক্ষ্য দিয়েছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।