জামায়াতসহ ৭ দলের অভিন্ন আন্দোলন! কী কী দাবিতে বিক্ষোভ?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭

আজ থেকে জামায়াতে ইসলামীসহ ৭টি রাজনৈতিক দল অভিন্ন কর্মসূচি শুরু করছে। তাদের মূল দাবি হলো, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা।
এই তিন দিনের কর্মসূচির প্রথম দিনেই দলগুলো রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে। এর মধ্যে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাগপা।
জামায়াতে ইসলামী আজ বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বিক্ষোভ করবে। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করবে।
দলগুলোর দাবিগুলোর মধ্যে আরও রয়েছে, নির্বাচনে সবার জন্য সমান সুযোগ, ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন ও দুর্নীতির বিচার, এবং পিআর পদ্ধতি চালু করা। এই কর্মসূচিগুলো সফল করতে দলগুলো ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।