যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৪

রাজধানীর যাত্রাবাড়ীতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের চারজন। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে ধলপুর বউবাজার লিচুবাগান মসজিদের পাশের একটি সাততলা ভবনের ৭ম তলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন-মো. তুহিন হোসেন (৩৮), তার স্ত্রী ইবা আক্তার (৩০) ও দুই ছেলে তানভীর (৯) ও তাওহীদ (৭)। তুহিন রাজধানীর মোতালেব প্লাজায় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করেন। তাদের বাড়ি মাদারীপুর সদর উপজেলায়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, চারজনের অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ ইবার বোন ফারজানা আক্তার জানান, রাতে ঘুমিয়ে থাকার সময় হঠাৎ এসি বিস্ফোরণের শব্দ হয়। মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে চারজনই গুরুতরভাবে দগ্ধ হন। পরে আশপাশের ভাড়াটিয়ারা আগুন নেভাতে সহায়তা করেন এবং আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কীভাবে এসি বিস্ফোরণ ঘটল তা এখনও জানা যায়নি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।