গাজীপুরের নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার, ৬ জেলার পুলিশ সুপার বদলি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৮:৫০

সংগৃহীত

শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ছয় জেলার পুলিশ সুপারকে বিভিন্ন জেলার দায়িত্বে বদলি করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ইসরাইল হাওলাদারকে জিএমপি কমিশনার করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাবেন। দিনাজপুর জেলার পুলিশ সুপার মারুফাত হুসাইন ফরিদপুর জেলায়, ডিএমপির মিজানুর রহমান দিনাজপুর জেলায় দায়িত্ব পালন করবেন।

এছাড়া হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান পাবনার পুলিশ সুপার এবং ডিএমপির গৌতম কুমার বিশ্বাস হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top