হাদিকে গুলির ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০২
রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এ তথ্য নিশ্চিত করেন। তবে গ্রেপ্তার হওয়া দুইজনের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এর আগে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আবুল কাশেম এবং মায়ের নাম মোসা. ফুরকোন। পেশায় তিনি একজন শ্রমিক।
র্যাব জানায়, শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫। গাড়িটির মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান নিজেকে মোটরসাইকেলটির মালিক বলে স্বীকার করেছেন। ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক হওয়ায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—এই গুলির ঘটনায় তিনি জড়িত থাকতে পারেন। গুরুতর অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার আশঙ্কায় তাকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। এ ঘটনার পর থেকেই সারা দেশে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।