রাজনীতি নয়, আলোচনায় তারেক রহমানের পোষা বিড়াল জেবু!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে রাজনীতির মাঠ ছাপিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে তাঁর প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। নেটিজেনদের মনে প্রশ্ন—তারেক রহমানের সঙ্গে কি জেবুও বাংলাদেশে ফিরছে?
ঘনিষ্ঠ সূত্র বলছে, সাত বছর বয়সী এই সাইবেরিয়ান ব্রিডের বিড়ালটির জন্য ইতোমধ্যেই পাসপোর্টসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ, সপরিবারে ফেরার সময় প্রিয় জেবুকেও সাথে নিয়ে আসছেন তারেক রহমান।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান নিজেই জেবুর কথা জানান। তিনি বলেন, বিড়ালটি মূলত তাঁর মেয়ে জাইমা রহমানের, কিন্তু এখন পরিবারের সবারই আদরের সদস্য। ব্যস্ত রাজনৈতিক জীবনের অবসরে এই জেবুর সাথেই খুনসুটি করে সময় কাটে তাঁর।
তারেক রহমান জানান, প্রাণিপ্রেম তাঁর নতুন নয়। শৈশবে তাঁদের বাসায় হাঁস-মুরগি, ছাগল, গরু এমনকি বরিশালি ভাষায় কথা বলা ময়না পাখিও ছিল। তিনি মনে করেন, সৃষ্টির সেরা জীব হিসেবে প্রকৃতির প্রতিটি প্রাণের প্রতি যত্ন নেওয়া মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।