সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

এপস্টেইন ফাইল মানে শুধু ছবি নয়, ক্ষমতার গল্প

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

সংগৃহীত

এপস্টেইন ফাইল নিয়ে এত হইচই কেন? কারণ, এটা শুধু একজন যৌন অপরাধীর গল্প না। এটা ক্ষমতা, রাজনীতি আর প্রভাবশালীদের অস্বস্তির গল্প। জেফরি এপস্টেইন—এক সময় স্কুলের গণিত শিক্ষক। পরে হয়ে যান কোটিপতি বিনিয়োগকারী। আর শেষ পর্যন্ত— শিশু যৌন নিপীড়নের আসামি।

২০১৯ সালে গ্রেপ্তার হন। কারাগারে মারা যান। সরকার বলেছে— আত্মহত্যা। কিন্তু তদন্তে পাওয়া যায়— ই-মেইল, ফ্লাইট লিস্ট, ছবি। যেখানে দেখা যায় সাবেক প্রেসিডেন্ট, রাজপরিবারের সদস্য, হলিউড তারকা— অনেক পরিচিত মুখ। এগুলোই পরিচিত এপস্টেইন ফাইল নামে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের চাপে এই ফাইল আংশিক প্রকাশ হয়েছে। আর সেখানেই শুরু বিতর্ক। কেউ বলছে— সত্য চাপা দেওয়া হচ্ছে। কেউ বলছে— ছবি থাকলেই অপরাধ প্রমাণ হয় না। একটা বিষয় পরিষ্কার— এই ফাইল মানুষকে ভয় দেখায় না, ভয় দেখায় ক্ষমতার গোপন সংযোগগুলো। আর সেই কারণেই— এপস্টেইন ফাইল এখন শুধু খবর না, একটা বৈশ্বিক প্রশ্ন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top