মাত্র ৭ ঘণ্টায় ১২ লাখ! তাসনিম জারার তহবিলে সাধারণের সাড়া

১০-২০ টাকার অনুদানে নতুন রাজনীতি! চমক দিলেন তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮

সংগৃহীত

নির্বাচনের জন্য দরকার কোটি কোটি টাকা? না, ডা. তাসনিম জারা প্রমাণ করলেন সাধারণ মানুষের ভালোবাসাই বড় শক্তি! মাত্র ৭ ঘণ্টায় তার তহবিলে জমা হলো ১২ লাখ টাকা।

ঢাকা-৯ আসনের প্রার্থী ও এনসিপি নেত্রী ডা. তাসনিম জারা কালো টাকার রাজনীতি রুখতে ফেসবুকের মাধ্যমে নির্বাচনী অনুদান চান। এরপরই ঘটে অভূতপূর্ব ঘটনা। ৫ টাকা, ১০ টাকা থেকে শুরু করে ছোট ছোট সব অনুদানে ভরে ওঠে তার অ্যাকাউন্ট।

কেন এই উদ্যোগ? তাসনিম জারা বলেন, প্রার্থীরা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হয়ে সেই টাকা তুলতে চাঁদাবাজি করেন। তিনি এই মিথ্যার রাজনীতি ভাঙতে চান এবং আইনি সীমার বাইরে এক টাকাও খরচ করবেন না বলে প্রতিজ্ঞা করেছেন।

৪৬ লাখ ৯৩ হাজার টাকার লক্ষ্যমাত্রার মধ্যে বড় একটি অংশ ইতিমধ্যেই সংগৃহীত। বিকাশের লিমিট শেষ হওয়ায় এখন ব্যাংকের মাধ্যমে অনুদান নিচ্ছেন তিনি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top