বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

তারেক রহমানের প্রত্যাবর্তন ৫৫ বছরের সেরা ইতিহাস: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭

সংগৃহীত

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে আজ সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে।—তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে এই মন্তব্যটি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, দীর্ঘ ১৭-১৮ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের এই ফেরা কেবল একজন নেতার ফেরা নয়, এটি কোটি মানুষের আশার প্রতিফলন। সারা দেশের মানুষ আজ এক নজর দেখার জন্য চাতক পাখির মতো চেয়ে আছে।

তবে আনন্দের মাঝেও আছে গভীর উদ্বেগ। সালাহউদ্দিন আহমেদ সতর্ক করে দিয়ে বলেছেন, ফ্যাসিবাদের দোসররা এখনও সক্রিয়। মগবাজার ফ্লাইওভারে সাম্প্রতিক বোমা বিস্ফোরণের ঘটনাকে তিনি গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার একটি বড় ষড়যন্ত্র হিসেবে দেখছেন।

বিএনপির এই নেতার মতে, নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি দোসররা চেষ্টা করছে, কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানে যে মুক্তি এসেছে, তা কেউ রুখতে পারবে না। তারা চান একটি বৈষম্যহীন ও সুশাসিত 'বাংলাদেশ ২.০' গড়ে তুলতে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top