দাদু-বাবার আদর্শে উজ্জীবিত জাইমা: এবার কি নামছেন রাজনীতিতে?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০৫
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন ব্যারিস্টার জাইমা রহমান। তবে ফেরার আগে দাদি বেগম খালেদা জিয়ার কোলে বসা শৈশবের একটি ছবি শেয়ার করে তিনি যে বার্তা দিলেন, তা এখন টক অব দ্য কান্ট্রি!
জাইমা তার পোস্টে দাদির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতিচারণ করেছেন। ফুটবল টুর্নামেন্টে মেডেল পাওয়ার পর দাদি কীভাবে গর্বভরে সেই গল্প অন্যদের শোনাতেন—সেই আবেগঘন গল্প উঠে এসেছে তার লেখায়।
কিন্তু এই পোস্টের সবচেয়ে বড় চমক ছিল রাজনীতিতে আসার স্পষ্ট ইঙ্গিত। জাইমা লিখেছেন, তিনি দাদুর পাশে থাকতে চান এবং আব্বু অর্থাৎ তারেক রহমানকে সর্বাত্মক সহায়তা করতে চান। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের জন্য সর্বোচ্চ ভূমিকা রাখারও অঙ্গীকার করেছেন তিনি।
লন্ডনের প্রবাস জীবন জাইমাকে বাস্তববাদী করেছে। আইন পেশার অভিজ্ঞতা তাকে শিখিয়েছে আর্তমানবতার পাশে দাঁড়াতে। তিনি জানিয়েছেন, চব্বিশের গণ-অভ্যুত্থানেও তিনি নেপথ্যে থেকে সাধ্যমতো ভূমিকা রাখার চেষ্টা করেছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।