শাহবাগে পুনরায় অবস্থান কর্মসূচি শুরু ইনকিলাব মঞ্চের

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:২১

সংগৃহীত

শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার সঙ্গে সঙ্গে আবারও হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনটির পক্ষ থেকে শাহবাগে পুনরায় অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ঘোষণার পর আন্দোলনকারীরা মিছিলের মাধ্যমে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেন।

এর আগে তারেক রহমানের কবর জিয়ারতের কারণে সাময়িকভাবে শাহবাগ অবরোধ তুলে নিয়ে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান করেছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালেই তারা শাহবাগ এলাকা ত্যাগ করেন।

সংগঠনটির নেতাকর্মীরা হাদি হত্যার বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত ‘অনির্দিষ্টকালের জন্য’ শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান শুরু করেন তারা।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে আহত হন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। তিন দিনের মাথায় চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top