মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

কোথায় হবে খালেদা জিয়ার দাফন ও জানাজা? জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:০১

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফনের স্থান চূড়ান্ত করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই দাফন করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার জোহরের নামাজের পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। প্রশাসনের অনুমতি এবং সার্বিক প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে দলটি।

জানাজা শেষে এই মহীয়সী নেত্রীকে নিয়ে যাওয়া হবে চন্দ্রিমা উদ্যানে। সেখানেই স্বামী জিয়াউর রহমানের কবরের ঠিক পাশেই তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে। উল্লেখ্য, আজ ভোর ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ইতিমধ্যে বিএনপি দেশজুড়ে ৭ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে। এই সাতদিন দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, দোয়া মাহফিল এবং কালো ব্যাজ ধারণ করবেন নেতাকর্মীরা। নয়াপল্টন ও গুলশান কার্যালয়ে সাধারণ মানুষের জন্য খোলা হবে শোক বই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top