মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে দোকানপাট বন্ধ রাখার আহ্বান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৬

সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করে জানিয়েছে, বেগম খালেদা জিয়া ছিলেন আপোসহীন নেতা, দেশের গণতন্ত্রের জননী এবং সাহসী কণ্ঠ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তার মৃত্যুতে তারা বাকরুদ্ধ এবং শোকাহত।

সমিতি তাদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেছে এবং শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।

এছাড়া, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top