কলকাতার বাংলাদেশ হাইকমিশন লাইব্রেরিতে খালেদা জিয়ার বই পড়ার সুযোগ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৬:১৯
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত ঐতিহ্যবাহী ‘বাংলাদেশ হাইকমিশন গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র’-এর পাঠক এবং গবেষকরা এবার পড়তে পারবেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে রচিত বিভিন্ন বই।
জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করা খালেদা জিয়াকে জানার জন্য পশ্চিমবঙ্গসহ প্রতিবেশী রাজ্যগুলোর পাঠকদের আগ্রহ এবং কৌতূহল বিবেচনা করে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্যোগটি নিয়েছেন কলকাতার বাংলাদেশ হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়ন, যিনি লাইব্রেরির দ্বিতীয় তলায় বসবাস করেন।
কলকাতার পার্ক সার্কাসের তিন নম্বর সোহরাওয়ার্দী এভিনিউয়ের এই ভবনটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসান সোহরাওয়ার্দী এবং অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী-এর স্মৃতি বিজড়িত। তারিক চয়নের মতে, এই লাইব্রেরিতে বাংলাদেশের সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস, ভূগোল, আইন, কৃষি, পরিবেশ, শিক্ষা ও চিকিৎসাসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী এবং বাংলা ও ইংরেজি বই রয়েছে।
তিনি জানান, লাইব্রেরিতে যোগদানের পর দেখেছেন, খালেদা জিয়ার বই পাওয়া যাচ্ছিল না, কোনো বইয়ের ক্যাটালগও ছিল না। তাই নিজের হাতে বইগুলো ক্যাটাগরি অনুসারে সাজিয়ে ‘বাংলাদেশ কর্ণার’ তৈরি করেছেন। খালেদা জিয়ার বই সংগ্রহের প্রসঙ্গে তিনি বলেন, “কিছু বই আমি নিজ অর্থে ক্রয় করেছি, কিছু সংগ্রহ করেছি এবং কিছু বই প্রকাশকরা ঢাকা থেকে দিয়েছেন।”
এই উদ্যোগ পাঠক ও গবেষকদের জন্য খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রামের অধ্যয়ন করার নতুন সুযোগ সৃষ্টি করেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।