শাহরুখকে ‘কাকু’ বলার অভিযোগে বিতর্কে তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ জানুয়ারী ২০২৬, ১৬:৪১
বলিউডের কিং খান শাহরুখ খানকে ঘিরে এবার সামাজিক মাধ্যমে বিতর্কের ঝড় উঠেছে। দুবাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হঠাৎ ভাইরাল হওয়া একটি স্ক্রিনশটে দাবি করা হয়েছিল, তুর্কি অভিনেত্রী হান্দে এরচেল শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করেছেন, যা অপমানজনক হিসেবে ধরা হয়। মুহূর্তেই বিষয়টি ভাইরাল হয়ে নেটিজেনদের মধ্যে তোপের মুখে পড়ে হান্দে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা যায়, এই ঘটনা ঘটে যখন সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত এক জমকালো পুরস্কার অনুষ্ঠানে হান্দে মিসরীয় অভিনেত্রী আমিনা খলিলের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন। দর্শকসেনাসহ ভিডিওতে হান্দে কেবল তার বন্ধুকে ক্যামেরাবন্দি করছিলেন। কিন্তু ভাইরাল স্ক্রিনশটে বলা হয়েছিল, হান্দে শাহরুখকে চেনে না এবং তাকে কাকু বলে সম্বোধন করেছেন।
অভিনেত্রীর এই পোস্ট ভাইরাল হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয় এবং শাহরুখের ভক্তরা ক্ষিপ্ত হয়ে নেটদুনিয়ায় হান্দেকে ট্রোল করতে থাকে।
অবশেষে হান্দে এরচেল নিজেই বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি জানিয়েছেন, “এই তথ্য সম্পূর্ণ মিথ্যা। আমি শাহরুখ খানকে কখনোই ‘কাকু’ বলে সম্বোধন করিনি।” তিনি ভাইরাল হওয়া স্ক্রিনশটকেও ভুয়া বলে উল্লেখ করেছেন।
নেটিজেনদের মধ্যে নতুন প্রশ্ন উঠেছে, ভাইরাল স্ক্রিনশটটি কি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছিল, নাকি এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। শাহরুখের ভক্তরা মনে করছেন, বাদশাহর সম্মান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই এমন বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।