বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

শরিকদের জন্য আরও সাতটি আসন ছেড়ে দিয়েছে বিএনপি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৪১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা দলগুলোর জন্য আরও সাতটি আসন ছাড়ের ঘোষণা দিয়েছে। বুধবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন।

নতুন যে সাতটি আসনে সমঝোতা হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

বগুড়া-২: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না

ঢাকা-১২: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক

ব্রাক্ষণবাড়িয়া-৬: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

পটুয়াখালী-৩: নুরুল হক নুর

ঝিনাইদহ-৪: রাশেদ খান

পিরোজপুর-১: মোস্তফা জামাল হায়দার

ঢাকা-১৩: ববি হাজ্জাজ

২০১৪ এবং ২০২৪ সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করলেও দল পুরোপুরি মাঠে থাকতে পারেনি। বর্তমানে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা বৃদ্ধি এবং নেতাদের মধ্যে প্রার্থী হওয়ার আগ্রহ বৃদ্ধির কারণে শরিকদের আসন ছাড় দেওয়ার বিষয়ে শীর্ষ নেতৃত্বকে সতর্কভাবে সিদ্ধান্ত নিতে হচ্ছে।

বিএনপি জানিয়েছে, সমঝোতা করা আসনে তারা কোনো প্রার্থী দেবেনা। শরিক দলগুলোর প্রার্থী শুধু নির্ধারিত আসনগুলোতে অংশ নেবেন। এছাড়া ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

এছাড়া, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাদাহাৎ হোসেন সেলিম এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। সেলিম লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) এবং হুদা কিশোরগঞ্জ-৫ আসনে প্রার্থী হবেন।

বিএনপি এখন পর্যন্ত ২৭২টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসনের মধ্যে সমঝোতার মাধ্যমে শরিকদের প্রার্থী চূড়ান্ত করা হবে। এর মধ্যে গতকাল জমিয়তকে চারটি আসন দেওয়া হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আমির উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারী-১, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ এবং মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন। এছাড়া এলডিপির মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশগ্রহণ করবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top